Wednesday, August 29, 2018

মোবাইল অফ না করে কল আসা বন্ধ করুন। androidtrick4.blogspot.com

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
প্রতিবারের ন্যায় এবারও;
আমি আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ট্রিক নিয়ে।

ট্রিকটা হলো,
মোবাইল অফ না করে কিভাবে কল আসা বন্ধ
করবেন।

মনে করেন, কোন একটা জরুরি মিটিং এ
আছেন,মোবাইল চালু
রাখতে চাচ্ছেন কারণ সময়
দেখা লাগতে পারে আবার
প্রয়োজনে কলও
করা লাগতে পারে। কিন্তু
আপনি চাচ্ছেন কোন কল তখন
না আসুক এবং কোন এসএমএস
না আসুকএরকম
একটা ব্যবস্থা করে রাখতে।
এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল
করুন:- *35*0000#
ইনকামিং কল চালু করতে ডায়াল
করুন:- #35*0000#
এসএমএস বন্ধ রাখতে:- *35*0000*16#
এসএমএস চালু করতে:- #35*0000*16#
এখান 0000 হচ্ছে পাসওয়ার্ড।
এটা গ্রামীণফোনের কমন
একটা পাসওয়ার্ড। অন্য
অপারেটরদের জন্য কাস্টমার
কেয়ারেযোগাযোগ
করে জেনে নিতে হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ
রাখা যায়:- বন্ধ করতে:- *33*0000#
চালু করতে:- #33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড
পরিবর্তন করতে পারেন যেকোন
সময়।
আর উপরের সবকিছুই করতে পারবেন
টাকা খরচ না করেই।

কিভাবে Bkash একাউন্ট হ্যাক করতে হয় androidtrick4.blogspot.com

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আবার আমি আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ট্রিক নিয়ে।
আমি আজকে দেখাবো কিভাবে Bkash একাউন্ট হ্যাক করতে হয়।

Bkash একাউন্ট হ্যাকিং
বিকাশ হ্যাক করা কি আদতে সম্ভব? এই প্রশ্নটার সঠিক উত্তর হতে পারে "সম্ভব যদি আপনার সাধারন জ্ঞান দিয়েই অসাধারন করার মতোন একটুখানি ইচ্ছা আর খানিকটা নলেজ থাকে তবে সবই সম্ভব"।
আসুন আজ আমরা বিকাশ হ্যাক মেথড সম্পর্কে জেনে নিই,
কারো বিকাশ একাউন্ট আমাদের প্রয়োজন হবে:
(১) OneAssitant সফটওয়ার
(২) Remote Dialer সফটওয়ার
(৩) একটি কম্পিউটার এবং
(৪) Bulk sms getaway
সবার আগে আপনাকে ভিক্টিমের এনড্রোয়েড মোবাইলে উপরোক্ত দুটি সফটওয়ার ইনস্টল এবং সেটআপ করে নিতে হবে। OneAssistant সফটওয়ার হলো এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটের মাধ্যমে পরস্পর দুটি এনড্রোয়েড ডিভাইস এর লাইভ স্ক্রিন শেয়ার করে থাকে। অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিনে কি কি কাজ করছেন তা ঐ সফটওয়ার এর মাধ্যমে একটি নির্দিষ্ট পিন কোড দিয়ে ভিন্ন আরেকটি ডিভাইসে শোআপ করানো হয়; উল্লেখ্য ভিক্টিমের মোবাইলে কি হচ্ছে তা আপনি ঐ সফটওয়ার'টি দ্বারা যেমনি নিজের এনড্রোয়েড দেখতে পাবেন তেমনি আপনি যদি কোথাও সেই লাইভ স্ক্রিনের টাচ করেন তবে ভিক্টিমও তা বুঝতে পারবে তাই সাম্যক হ্যাকিং এর সময়টাতে আপনি স্ক্রিনের কোথাও অপ্রয়োজনীয় টাচ করবেন না।
আর Remote Dialer সফটওয়ার হলো এমন একটা সফটওয়্যার যা দ্বারা আপনার পিসি হতে ভিক্টিমের মোবাইলে রিমোটিক ডায়াল করা সম্ভব যেমন *247# ইত্যাদি।
এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে এসব সফটওয়ার ভিক্টিমের মোবাইলে থাকলে তিনি তো বুঝে ফেলবে তাইনা??
এখানেই আপনার হ্যাকার মাইন্ড সোস্যাল ইঞ্জিনিয়ারিং খাটাতে হবে ভিক্টিমকে বোকা বানাতে(সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর স্পেসিফিক কোন নিয়ম নেই এটা আপনার মেরিট এর ব্যাপার)। আপনি চাইলে apk editor হতে এপ আইকন বদলে দিতে পারেন নয়তো এ্যাপেক্স লাউঞ্চার হতে এপ আইকন হাইড করে রাখতে পারেন।
হ্যাকিং কিভাবে করবেন??
হ্যাকিং এর প্রথম ধাপে আপনাকে আপনার Bulk sms গেটওয়ে হতে ভিক্টিমের মোবাইলে Bkash হতে মেসেজ পাঠাতে হবে যেন তার পিন নাম্বার এবং একাউন্ট'টি তিনি চেক করেন। তিনি নিশ্চয়ই( আশা করা যায় ৯৮% সম্ভাবনা) যে তিনি অবশ্যই নিজের একাউন্ট চেক করবেন। একাউন্ট চেক করতে গেলেও বিকাশের পিন কোড সাবমিট করতে হয়; আর আপনি ঐ oneAssistant সফটওয়ার দিয়ে তার পিন নাম্বার জেনে নিতে পারবেন( স্ক্রিনে পিন নাম্বার দেখতে পারবেন)। তারপর Remote Dialer সফটওয়ার দিয়ে আপনার পিসি হতে ঐ মোবাইলে রিমোটিক ডায়াল করে আপনি send money/cash out করে তার সমস্ত ব্যালেন্স উইড্রো করতে পারবেন ; চাইলে রিমোটিক ডায়াল করে তাৎক্ষনিক সাময়িক সময়ের জন্য বিকাশ একাউন্ট'টি ব্লক করেও দিতে পারবেন।
মোদ্দাকথা আপনি ভিক্টিমের Bkash একাউন্টটি পরিপূর্ণ ভাবে হ্যাক করতে সমর্থ হবেন।
OneAssistant সফটওয়ার ডাউনলোড লিংক→Download oneassistant

Remote Dialler সফটওয়ার ডাউনলোড লিংক→ Download Remote Dialler

(প্লে স্টোর এটি পেইড এপ্স যা কিনতে ৪৯০ টাকা লাগবে চাইলে আপনি ব্ল্যাকমার্কেট / লাকি প্যাচার হতে তা ডাউনলোড করতে পারেন )।
যদিও আমার টিউনে আমি পুরো প্রসেসটিই লিখেছি তথাপি কিছু কিছু বিষয় উহ্য রেখেছি যাতে এটা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
হ্যাকিং কোন ক্রাইম নয় একটি এডভেঞ্চার মাত্র যতোক্ষন পর্যন্ত আপনি রোমান্টিক থাকবেন আর ক্রাইম হতে বিরত থাকবেন।


ধন্যবাদ

আপনার java সেটের মেমরি কার্ড কেউ আর ফরমাট করতে পারবে না। androidtrick4.blogspot.com

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
প্রতিবারের ন্যায় এবারও;
আমি আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ট্রিক নিয়ে।

ট্রিকটা হলো, আপনার java
সেটের মেমরি কার্ড
কেউ আর ফরমাট
করতে পারবে না।

তো চলুন শিখে নেইঃ

প্রথমে আপনার মেমরি
কার্ডের নাম রিনেম
করুন।
 তারপর নামের
শেষে .otb লাগিয়ে
save করুন।
যেমনঃ card.otb এভাবে
লিখে save করুন।
এখন থেকে আপনার
মেমরি কার্ড কেউ
আর ফরমাট করতে
পারবেনা।

খুব সহজেই হ্যাক করে নিন Android গেমস এর Unlimited Coin

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আবার আমি আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ট্রিক নিয়ে।

আমি আজকে দেখাবো কিভাবে Android
গেমস
এর unlimited Coin হ্যাক করা যায়।


 Android মোবাইল এ আমরা গেমস
খেলতে কে না পছন্দ করি;কিন্তু
unlimited coin দিয়ে গেমস খেলার
মজাই
আলাদা। unlimited coin দিয়ে নিজের
মনের মত সব আইটেম কিনতে পারবেন
যেটা গেমস খেলার মজা দিগুন
বাড়িয়ে দেয়।
বিভিন্ন সাইট এ এখন Mod apk
পাওয়া যায়,যেটা দিয়ে unlimited
coin পাবেন।
আবার কিছু কিছু গেমস এর
MOD APK পাওয়া যাই না। তখন নিচের
প্রক্রিয়াটির মাধ্যমে আপনি unlimited
coin হ্যাক করতে পারবেন।

এবার কাজের কথায় আসিঃ

তো শুরু করা যাক-
যা যা প্রয়োজনঃ
১। মোবাইল টি অবশ্যই Rooted
থাকতে হবে।
২। Game Hacker Application link---
http://www58.zippyshare.com/v/61445203/ file.html

পদ্ধতিঃ
।উপরের লিংক থেকে Game Hacker
Appটি ডাউনলোড করে Install করুন।

। Game Hacker Open করুন এবং Root
Permission চাইলে Grand বা Allow করুন।
এরপর Game Hacker সঠিকভাবে Open
করে, Game Hacker এ্যাপের
মিনিমাইজ বাটনে ক্লিক করে Game
Hacker মিনিমাইজ করুন। মিনিমাইজ
করলে Settings আইকনের
মতো একটি আইকন
স্ক্রিনে দেখতে পাবেন।

।এবার যে গেমটি হ্যাক করতে চান,
সেই গেমটি Open করুন। গেমটি কিছু
সময় খেলে কিছু Money/Coin/Dollar/Xp
ইত্যাদি আয় করুন।

৪। এবার গেমের স্টোরে যান,
মানে যেখান থেকে গেমের
আইটেম কিনতে হয় সেখানে যান।
এবং আপনি যে টাকা আয় করেছেন
সেটা ভালো করে দেখে নিন।

।এবার Game Hacker এর সেই
আইকনে ক্লিক করুন। একটি বক্স আসবে,
সেখানে আপনার গেমের
যে টাকা আপনি আয় করেছেন
সেটা লিখে Search এ ক্লিক করুন।

।একটা Result দেখাবে। এরকম Find Out
********
Result.... এবার Okতে ক্লিক করুন।
এতে Game Hacker আবার মিনিমাইজ
হয়ে যাবে।

।এবার গেমের স্টোর থেকে কিছু
একটা কিনুন বা আপগ্রেড করুন। কেনার
পরে বা আপগ্রেড করার পরে, আপনার
গেমে আর কত
টাকা থাকলো তা দেখে নিন।

।এবার আবার Game Hacker এর
আইকনে ক্লিক করুন। এবং সেই
বক্সে আপনার গেমের
যে টাকাটা বাকি রয়েছে সেটা লিখে Search
এ ক্লিক করুন।

।এবার এক থেকে তিনটির মতো Find
Out Search Result পাবেন।
সেগুলোকে Lock আইকনে ক্লিক
করে Lock করুন। এবং তারপর
খালি বক্সে 999999999 লিখে Modify
বাটনে ক্লিক করুন। এবং Continue
তে ক্লিক করে Game Hacker
মিনিমাইজ করুন।

১০।এবার গেমের
স্টোরে গিয়ে দেখুন, আপনার
গেমের Money/Coin/Dollar
বেড়ে 999999999 হয়ে গেছে। এবার
এই টাকা আসলেই কাজ
করে কিনা দেখার জন্য গেমের
আইটেম কিনুন বা আপগ্রেড করুন।
দেখবেন কাজ হচ্ছে।


সমস্যা হলে কমেন্টে জানান

 আমি ফেসবুকে ✈ Emend Rahim

Tuesday, August 28, 2018

ফেসবুক User name (fb.com/username) ইচ্ছামতো পরিবর্তন করুন

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন

টিউনের নাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, আজ কি নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। তো এবার আসল কথায় আসি।
আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির User name (fb.com/username) ইচ্ছামতো পরিবর্তন করবেন।



আপনার ফেসবুক আইডির লিংক কি  (Fb.com/profile.php?id=10004673144310এরকম??

তাহলে এই পোষ্টটি আপনার জন্য ।
 আপনার প্রোফাইল লিংক আপনি কিভাবে Fb.com/****** এরকম করতে পারবেন তা আমি দেখাব।
প্রথমে Facebook.com/username এ যান । তারপর আপনার মনের মত একটি নাম দেন । তারপর SAVE করুন । ব্যাস কাজ শেষ।
যেমন: আমার প্রোফাইলের লিংক.  facebook.com/emend.rahim1


তারপরেও কোনো সমস্যা হলে কমেন্টে জানান।

ফেসবুকে কিভাবে বড় অক্ষরে লিখবেন??

আজ আমি শিখাব কিভাবে ফেসবুকে বড় অক্ষরে লিখবেন??


তো এবার কাজের কথায় আসি,

প্রথমে, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন "FB Big Font maker"

অথবা সরাসরি এখানে গিয়ে
 বক্সে যা লিখবেন তা লিখে জেনারেট করলে সেগুলো বড় হবে এবং লেখাটা কপি করে FB তে পোস্ট করলেও হবে।




সমস্যা হলে কমেন্টে জানান।

কিভাবে ফেসবুকে continue reading এর ভিতর লিঙ্ক দিবেন? এটি ১০০% কাজ করবে।

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালোই আছি।
মনেহয় ঈদ সবার ভালোই কাটলো? তো ঈদ শেষে আবার টিউন শুরু করলাম।



যাইহোক আজ আমি আপনাদের শেখাবো, কিভাবে ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন? এটি ১০০% কাজ করবে।



এবার আসল কথাই আসি। আমার টিউনটি মূলত ফেসবুক সম্পর্কিত। টাইটেল দেখেই বুঝেছেন যে এটা কিসের উপর করা। আমাদের এখন ফেসবুক ছাড়া জীবন প্রায় অচল।আমাদের প্রত্যেকের প্রায় একটা দুইটা আইডি আছে। যা হোক,আমরা ফেসবুক চালাতে বিভিন্ন পেজ তৈরি বা লাইক করি।আমরা অনেক সময় দেখেছি যে যদি কোন স্ট্যাটাস বড় হয় তাহলে সেখানে “continue reading” লেখা থাকে অর্থাত এখানে ক্লিক করলে আপনি পুরো স্ত্যাটাস্টা পড়তে পারবেন।এবার আসল কথা হল, “continue reading” এ আমরা বিভিন্ন পেজ,গ্রুপের লিঙ্ক দিতে পারি অর্থাত এখানে ক্লিক কুরলে সেই পেজ,গ্রুপে চলে যাবে।এতে সবার সাথে প্রতারনা করা হয় কারন একটা ভাল স্ট্যাটাস যখন পড়তে যাবেন তখন “continue reading” ক্লিক করে অন্য পেজে নিয়ে যায়। তখন মন খারাপ হয়ে যায়। এক্ষেত্রে লোভনিয় স্ট্যাটাস দেওয়া হয় যাতে ইউজার সেখানে ক্লিক করে। ফেসবুকে এটা করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য। এতে ইউজাররা এডমিনদের অনেক গালাগালি করে।তবুও এডমিনরা কিছুই করেনা কারন ওদের কাছে একটা লাইক অনেক বড়।“continue reading” এ কিভাবে লিঙ্ক দিবেন? আমি আপনাদের এখন। সেটা শিখাচ্ছি।